খেলা

একদিনে দুই মাইলফলক স্পর্শ মাশরাফির

By daily satkhira

December 14, 2018

খেলার খবর: বাংলাদেশ ক্রিকেটে এক লড়াকু সৈনিকের নাম মাশরাফি বিন মুর্তজা। সব বাধা-প্রতিকূলতা ডিঙিয়ে বারবার কামব্যাক করেছেন তিনি। তার হাত ধরেই অনন্য উচ্চতায় পৌঁছেছে দেশের ক্রিকেট। দীর্ঘ ক্যারিয়ারে দেশের হয়ে ছুঁয়েছেন অসংখ্য রেকর্ড। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পর্শ করেছেন আরো দুই মাইলফলক।

ক্যারিবীয়দের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। তবে মিরপুরে পরের ম্যাচেই ধরা খায় স্বাগতিকরা। ফলে অঘোষিত ফাইনালে পরিণত হয় তৃতীয় ওয়ানডে। সেই লড়াইয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং নেন টাইগার অধিনায়ক মাশরাফি। শিশির ফ্যাক্টর মাথায় রেখে এ সিদ্ধান্ত নেন তিনি।

এ পথে একসঙ্গে দুটি মাইলফলক ছুঁয়েছেন নড়াইল এক্সপ্রেস। প্রথম বাংলাদেশি হিসেবে ২০০তম ওয়ানডে খেলার রেকর্ড গড়েছেন তিনি। অবশ্য এটি তার ক্যারিয়ারের ২০২তম ওয়ানডে। বাকি দুটি ম্যাচ খেলেন এশিয়া একাদশের হয়ে আফ্রো-এশিয়া কাপে।

এদিন অধিনায়ক হিসেবেও অনন্য মাইলফলক টাচ করেছেন মাশরাফি। এ নিয়ে ৭০টি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। বাংলাদেশি কোনো অধিনায়কের পক্ষে যেটি সর্বোচ্চ। ৬৯টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে তার পরে আছেন দেশের আরেক সফলতম অধিনায়ক হাবিবুল বাশার। এ তালিকার তৃতীয় স্থানে থাকা সাকিব আল হাসান স্বাগতিকদের নেতৃত্ব দিয়েছেন ৫০টিতে।