সাতক্ষীরা

বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় বধ্যভূমিতে আলোর মিছিল ও প্রদীপ প্রজ্বলন

By daily satkhira

December 14, 2018

নিজস্ব প্রতিবেদক ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী স্মরণে সকল বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতি সৌধ নির্মাণের দাবিতে সাতক্ষীরায় আলোর মিছিল ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আয়োজনে সাতক্ষীরা বধ্য ভূমিতে প্রদীপ প্রজ্বলন (সরকারি বালক বিদ্যালয়ের পিছনে) ও আলোর মিছিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাগরিক আন্দোলন মঞ্চের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, সদস্য সচিব আলীনুর খান বাবুল। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, নাগরিক আন্দোলন মঞ্চের যুগ্ম আহবায়ক স্বপন কুমার শীল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি, সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক মেহেদআলী সুজয়, বিশিষ্ট সংগীত শিল্পী আবু আফফান রোজ বাবু, চিত্রশিল্পী এম এ জলিল, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, মানবাধিকার কর্মী মাধব দত্ত,নারী নেত্রী জ্যোস্না দত্ত, দিলরুবা রোজ, সুশীলনের সহকারি পরিচালক জি এম মনিরুজ্জামান, কবি স.ম তুহিন, মশিউর রহমান পলাশ, আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোশফেকুর রহমান মিল্টন, আমির হোসেন খান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান টিটু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বশির আহমেদ প্রমুখ।