আশাশুনি

আওয়ামীলীগ সরকার কাজে বিশ্বাসী……..ডাঃ আ ফ ম রুহুল হক এমপি.

By daily satkhira

December 14, 2018

মোস্তাফিজুর রহমান, আশাশুনি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-০৩ আসনের আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি খানকা শরীফের মাজার জিয়ারতের মধ্য দিয়ে বিভিন্ন স্থানে নৌকার নির্বাচনী অফিস ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে এসকল নির্বাচনী অফিস ও সাধারণ মানুষের মাঝে পথসভা করেছেন সাতক্ষীরা-৩ আসনের নৌকার মাঝি সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। শুক্রবার আশাশুনির গুনাকাকাটি খানকা শরীফ জামে মসজিদে জুম্মা নামাজ আদায় করে মাজার জিয়ারত করেন। পরে কুল্যা ইউনিয়ন পরিষদের সামনে নৌকার নির্বাচনী অফিস উদ্বোধন শেষে জেলা পরিষদ সদস্য এস এম দেলোয়ার হোসাইনের বাসভবণে মধ্যহ্নভোজে অংশ গ্রহণ করেন। বিকাল ৩টায় কাদাকাটি স্কুল বাজারে নৌকার নির্বাচনী অফিস উদ্বোধন করেন। বিকালে উপজেলার দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি বাজার, হোসেনপুর বাজার, কালাবাগি বাজার, দরগাহপুর বাজার, রামনগর বাজারসহ তেতুলিয়া বাজারে পৃথক পৃথক ভাবে পথসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৃথক পৃথক পথসভায় ডাঃ আ ফ ম রুহুল হক বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কোন সরকার দেশের এত উন্নয়ন করতে সক্ষম হয়নি। আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ছোঁয়া দেশের প্রতিটি জেলা-উপজেলা তথা প্রতিটি ইউনিয়নে পেীঁছে গেছে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে দ্রুত গতিতে এগিয়ে চলছে। তিনি আরও বলেন আপনাদের স্বাস্থ্য সেবা দিতে প্রতিটি ওয়ার্ডে আমরা নির্মান করেছি কমিউনিটি ক্লিনিক, কোমলমতি শিশুদের সু-শিক্ষায় শিক্ষিত করতে গ্রামে গ্রামে নির্মান করেছি প্রাথমিক বিদ্যালয়, প্রত্যেকটি বিদ্যালয়ের অবকাঠামো ও বিাির্ল্ডং নির্মান করা হয়েছে। সাতক্ষীরা বাসির উন্নত সু-চিকিৎসা নিশ্চিত করতে সাতক্ষীরায় নির্মান করেছি মেডিকেল কলেজ। আশাশুনি কলেজকে সরকারি করণ হয়েছে আওয়ামীলীগ সরকারের আমলে, মুক্তিযোদ্ধাদের জন্য নির্মান করা হয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, নির্মান করা হয়েছে ফায়ার সার্ভিস স্টেশন, বাইপাস সড়ক, বড়দল, তেতুলিয়া, মানিকখালী, শোভনালী, আশাশুনি সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের জন্য কোটি কোটি টাকা ব্যায়ে নির্মান করা হয়েছে একাধিক ব্রীজ ও কালভার্ট। ভূমিহীনদের বাসস্থানের জন্য নির্মান করা হয়েছে গুচ্ছোগ্রাম, বতর্মানে অধিকাংশ গ্রামে বিদ্যুৎ সংযোগ পৌছে গেছে এবং প্রায় ৯০শতাংশ মানুষ পল্লী বিদ্যুতের সুবিধা ভোগ করছে। আজ দেশের মানুষ ১০টাকা কেজি দরে চাল পাচ্ছে, বয়স্ক পিতা-মাতা পাচ্ছে বয়স্ক ভাতা, প্রতিবন্ধিরা পাচ্ছে প্রতিবন্দি ভাতা, গরীব অসহায় মানুষরা প্রতিটি উৎসবে পাচ্ছে বিনা মূল্যে ৩০কেজি চাল। আওয়ামীলীগ সরকার কাজে বিশ^াসী, আমরা দেশের মানুষের জন্য কাজ করতে চাই। সরকারের এ উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে ডাঃ আ ফ ম রুহুল হক আবারও নৌকা প্রতিককে ভোট দিতে সকলকে আহবান জানান। এসময় আশাশুনি আওয়ামীলীগ সাধারন সম্পাদক এড. শহিদুল ইসলা পিন্টু, জেলা পরিষদ সদস্য এস এম দেলোয়ার হোসাইন, ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন, আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম, শেখ মিরাজ আলী, দিপংকর কুমার সরকার, ম. মোনায়েম হোসেন, এনামুল হক ছোটন, এমপি প্রতিনিধি শুম্ভজিৎ মন্ডল, শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলমসহ আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।