তালা

তালায় জাতীয় পার্টির বর্ধিত সভা

By daily satkhira

December 14, 2018

প্রেস বিজ্ঞপ্তি: তালা উপজেলা জাতীয় পার্টির বর্ধিত সভা ও শহীদ বুদ্ধিজীবী পলিত হয়েছে। সভা উপলক্ষ্যে শুক্রবার সকালে উপজেলা সদরের মাঝিয়াড়া বাজার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস. এম. নজরুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, সাবেক তথ্যমন্ত্রী ও মহাজোটের শরিক দল জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ দীদার বখ্ত। উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এস. এম. আলাউদ্দীন’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. মশিউর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা জাপা নেতা আবুল কালাম আজাদ, এম. এম. মোকবুল হোসেন, অ্যাড. জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল গাজী, সিরাজুল ইসলাম,এসএম জাহাঙ্গীর হাসান,মীর কাইয়ুম ইসলাম, হাবিবুল ইসলাম হাবিব, আজিজুর রহমান, সিদ্দিকুর রহমান, নুরুল ইসলাম মোল্যা,জামাল উদ্দীন,উপজেলা যুব সংহতি সভাপতি সরদার কবির হোসেন,সাধারন সম্পাদক আমিনুর রহমান,জেলা ছাত্র সমাজের সাধারন সম্পাদক আকরামুল ইসলাম, সহ- সভাপতি জুলফিকার রায়হান, তালা উপজেলা সভাপতি নজরুল ইসলাম রাজু,সাধারণ সম্পাদক ইউনুচ আলী সরদার,সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, ছাত্র সমাজ নেতা জুলফিকার আলী, কাজী জীবন, শেখ ইমরান হোসেন,সোহাগ ইসলাম,আব্দুর রহমান,জিয়াউর রহমান,সাদী বাবু,আহসান হাবিব,শেখ রিয়াদ, শ্রমিক পার্টি নেতা কাজী বাবু,নজরুল ইসলাম, মহিলা পার্টি নেতা কাজী রেহেনা ও যুব নেতা কাজী আসাদ প্রমুখ বক্তৃতা করেন। এসময় প্রধান অতিথি সৈয়দ দীদার বখ্ত- আজ শহীদ বুদ্ধিজীবী দিবস হওয়ায়, শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফেরতা কামনা করেন এবং মহান স্বাধীনতা যুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে লাঙ্গল প্রতিকে ভোট দেবার জন্য সকলের প্রতি আহবান জানান। সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং সৈয়দ দীদার বখ্ত এর লাঙ্গল প্রতিকের বিজয় কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে, সংসদ নির্বাচনকে সামনে রেখে লাঙ্গল প্রতিকের পক্ষে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জাতীয় পার্টি, যুব সংহতি, ছাত্রসমাজ ও শ্রমিক পার্টির উদ্যোগে তালা সদর, ইসলামকাটী, মাগুরা, খলিশখালী, সরুলীয়া,তেঁতুলিয়া, খেশরা, খলিলনগর, জালালপুর ও নগরঘাটা ইউনিয়নের তৃনমূল পর্যায়ে ব্যপক গণসংযোগ, পথসভা এবং প্রচার চালানো সহ ইউনিয়ন মনিটরিং কমিটি,উপজেলা মনিটরিং সেল গঠন করা হয়।