জাতীয়

যে দলই সন্ত্রাস করুক, ছাড় পাবে না : রফিকুল

By daily satkhira

December 15, 2018

দেশের খবর: নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, ‘সন্ত্রাস করলে সে যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে না।’

আজ শনিবার সকালে ময়মনসিংহে তারেক স্মৃতি অডিটরিয়ামে সুশীল সমাজ, নির্বাচন কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। ‘অ্যাওয়ারনেস রাইজিং অন ওমেনস পার্টিসিপেশন, সেফটি অ্যান্ড সিকিউরিটি ইন ইলেকশন’ শীর্ষক এই সেমিনারে রফিকুল ইসলাম এসব কথা বলেন।

শুধু সব দলই না, নির্বাচনে সব পর্যায়ের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলেন নির্বাচন কমিশনার। নির্বাচনে নারীর অংশগ্রহণ বিষয়ে তিনি বলেন, ‘সব দলের হলেই হবে না, সব ভোটারের অংশগ্রহণে পার্টিসিপেটরি ইলেকশন হতে হবে। এ জন্য দেশের প্রায় অর্ধেক নারী ভোটারকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে।’

আঞ্চলিক কর্মকর্তা মো. আলিমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পুলিশের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, নির্বাচন কমিশনের উপসচিব সাইফুল ইসলাম চৌধুরী, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন প্রমুখ।