আশাশুনি

আশাশুনিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের যৌথ সভা অনুষ্ঠিত

By daily satkhira

December 15, 2018

মোস্তাফিজুর রহমান: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আশাশুনি উপজেলা আওয়ামীলীগের বিশেষ যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আশাশুনি মডেল মাধ্যমিক বিদ্যালয় সম্মেলন কক্ষে এ যৌথ সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-০৩ আসনের নৌকার মনোনিত প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দেশের উন্নয়ন করেছে। ভবিষ্যতে ক্ষমতায় যেতে পারলে অব্যহত উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। উন্নয়ন এবং সংঘাত একে অপরের পরিপুরক। দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে একটি পক্ষ প্রতিনিয়ত দেশে সংঘাত সৃষ্টি করে চলছে। এখনি সময় ভোটের মাধ্যমে এটির দাঁতভাঙ্গা জবাব দেয়ার। তিনি আরও বলেন জাতির বৃহত স্বার্থে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে আশাশুনি উপজেলা আওয়ামীলীগ এক হতে পেরেছি। সকলে মিলে মিশে কাজ করলে নৌকার বিজয় কেউ রুখতে পারবে না। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে এসময় বলেন, নির্বাচন কেন্দ্রিক আশাশুনি উপজেলা আওয়ামীলীগ এক হতে পেরেছে এটাই হবে ভোট যুদ্ধে নৌকা প্রতীককে জয়ী করার একটা বড় শক্তি। এ ঐক্যবদ্ধতা শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, আশাশুনির উন্নয়নের জন্য এটা হতে হবে আগামীর প্রতিটি ক্ষেত্রে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোটের পরিবেশ সৃষ্টি এবং ভোট প্রয়োগের মাধ্যমে এই ঐক্যবদ্ধতার বহিপ্রকাশ ঘটবে এটা জেলা, উপজেলা এবং তৃণ মুল পর্যায়ের সকল আওয়ামীলীগ নেতৃবৃন্দে প্রতাশা থাকবে। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড. শহিদুল ইসলাম পিন্টু ও সাংগঠনি সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর যৌথ পরিচালনায়এসময় অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, জেলা মহিলালীগ যুগ্ম সাধারণ সম্পাদক লায়লা পারভীন সেজুতী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহজান আলী, নীলকন্ঠ সোম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান টিটু, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রশিদ, সাবেক জেলা ছাত্রলীগ সহসভাপতি বশির আহম্মেদ, জেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসিফ সাহাবাজ, জেলা যুবলীগ নেতা সিদ্দীকুর রহমান, উপজেলা কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিম, শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি সম সেলিম রেজা মিলন, উপজেলা স্বেচ্ছাসেকলীগ সভাপতি এস এম সাহেব আলী, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হক ছোটন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, উপজেলা যুবমহিলালীগের সভাপতি সীমা সিদ্দিক, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি হুমাযুন কবির সুমন, সম্পাদক মনিরুজ্জামান বিপুল, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, এস এম দেলোয়ার হুসাইন, উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি দিবাকর ষেন, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল হান্না মন্টু, উপজেলা মহিলা আওয়ামীলীগ সম্পাদক সেলিনা পারভীন, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পদকের মধ্যে জিয়াউর রহমান মিন্টু, লিয়াকত আলী, উদায় কান্ত বাছাড়, হুমায়ন কবির প্রমুখ।