সাতক্ষীরা

দুস্থদের মাঝে কম্বল বিতরণ

By Daily Satkhira

January 21, 2017

নিজস্ব প্রতিবেদক: শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে একটি বে-সরকারি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে সিকিং আন্ডারস্ট্যান্ডিং পিপল নামের একটি সামাজিক সস্বেচ্ছাসেবী অনলাইন সংগঠন এই কম্বল বিতরণের আয়োজন করে। তারা অসহায় গরিব, হিজড়া ও বুদ্ধি প্রতিবন্ধিদের হাতে শতাধিক কম্বল তুলে দেন। সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে দুঃস্থদের মাঝে এসব কম্বল বিতরণ করেন। এ সময় তিনি বলেন দুস্থদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। একই সাথে তাদের দারিদ্র বিমোচনে সকলকে কাজ করতে হবে। তিনি তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা থানার সাব ইন্সপেক্টর হাফিজুর রহমান, সংগঠনের প্রতিষ্ঠাতা আয়েশা সিদ্দিকা, আল হাসান ইসলাম, মাশুক খান, শেখ আফজাল হোসেন শাওন, শাহ আরাফাত রাহিব. জাকারিয়া শাওন প্রমুখ। বুদ্ধি প্রতিবন্ধী মামুন ও বাবু এবং হিজড়া রুবিনা কম্বল হাতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তাদের চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ে।