সাতক্ষীরা

পৌরসভার পানির মূল্য বৃদ্ধি ও সন্ত্রাসী-স্বাধীনতা বিরোধী প্রার্থীদের কে বয়কট করার আহ্বানে সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সভা

By daily satkhira

December 15, 2018

 

পৌরসভার পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও সন্ত্রাসী দূর্নীতিবাজ স্বাধীনতা বিরোধী প্রার্থীদের কে বয়কট করার আহ্বানে সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় জেলা জাসদ কার্যালয়ে নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে ও সদস্য আলীনুর খান বাবুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, নাগরিক আন্দোলন মঞ্চের সিনিয়র সদস্য অধ্যক্ষ আব্দুল হামিদ, কিশোরীমোহন সরকার, যুগ্ম আহবায়ক ওবায়েদুস সুলতান বাবলু, স্বপন কুমার শীল, নিত্যনন্দ সরকার, সদস্য আমির হোসেন খান চৌধুরী, আবু তালেব মোল্লা, মশিয়ার রহমান পলাশ, রওনক বাসার, জি এম মনিরুজ্জামান, সিদ্দিকুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভা দীর্ঘদিন যাবত সাতক্ষীরা পৌরবাসীকে সুপেয় পানি থেকে বঞ্চিত রেখেছে। পৌরসভার অর্ধেক অধিবাসী পানি থেকে বঞ্চিত। সম্প্রতি সাতক্ষীরা পৌরসভা থেকে হঠাৎ করে যে পানির দ্বিগুন বিল প্রদান করছে এবং একটি লিফলেট প্রদান করেছে যা জনসাধারণের নিকট গ্রহণযোগ্য নয়। এদিকে সাতক্ষীরায় স্বাধীনতা বিরোধী শক্তির প্রার্থীদেরকে আগামী সংসদ নির্বাচনে তাদের কে বয়কট করার জন্য সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের পক্ষ থেকে সাতক্ষীরাবাসীকে আহ্বান জানিয়েছেন। পানির বিল বৃদ্ধির প্রতিবাদে ও স্বাধীনতা বিরোধী দূর্নীতিবাজ, সন্ত্রাসীদের বয়কট করার আহ্বানে আগামী ১৯ ডিসেম্বর সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হবে। উক্ত মানববন্ধনে সাতক্ষীরা পৌরবাসীকে উপস্থিত থাকার জন্য নাগরিক আন্দোলন মঞ্চের পক্ষ থেকে উদ্যাত্ত আহ্বান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি