শিক্ষা

মজার পাঠশালায় শিশু-কিশোরদের উচ্ছ্বাস

By Daily Satkhira

January 21, 2017

প্রেসবিজ্ঞপ্তি: দুধ চিতই, কুলি পিঠা, পাকান পিঠা, দুধ গোলাপ, পাটি সাপটাসহ বিভিন গ্রাম বাংলার ঐতিহ্য চিরচেনা রসনা বিলাসী বাঙালির প্রিয় পিঠা নিয়ে মেলা বসেছিল মজার পাঠশালায়। নানা আয়োজন ও উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে শুক্রবার সকালে শহরের পলাশপোলস্থ এ্যাড. আজিবার রহমানের বাড়ির আঙ্গিনায় মজার পাঠশালার সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। এ উপলক্ষে স্কুলের ছিন্নমুল শিশুরা তাদের চিরচেনা পোশাক ঝেড়ে ফেলে সেজেছিল নানা সাজে। তাদের মধ্যে ছিল বিপুল উৎসাহ উদ্দীপনা। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. দিলারা বেগম, সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদা বেগম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাংবাদিক শেখ তানজির আহমেদ, আসাদুল ইলসাম ও আসাদুজ্জামান সরদার প্রমুখ। এ স্কুলের ৩৫ জন সুবিধা বঞ্চিত শিক্ষার্থী ও অস্বসচ্ছল পরিবারে শিশুদের নিয়ে মেতে পিঠা উৎসবে মেতে উঠেন পাঠশালার পরিচালনায় থাকা আব্দুর রহিম, রাসেল মাহমুদ সোহাগ, জাহিদা জাহান মৌ, গাজী শাহরিয়ার সোহাগ, মাইশা, বৃষ্টি, অপু, ফরহাদ, আব্দুল করিম, শুভ ও বিউটি প্রমুখ।