ফিচার

কাশিমাড়ীতে জৈব প্রক্রিয়ায় আসাদের বাগান বিলাস

By Daily Satkhira

January 21, 2017

গাজী আল ইমরান: উপজেলার কাশিমাড়ী পল্লীতে জৈব প্রক্রিয়ায় তৈরি করেছে কৃষি বাড়ি শখের বসে যার নাম দিয়েছে বাগান বিলাস। ‘কৃষিতে মান কৃষিতে প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে দেশের অর্থনীতিতে অবদান রাখতে আসাদ তৈরি করেছে কৃষি বাড়ি। এদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির গুরুত্ব অপরিসীম। আমাদের অর্থনৈতিক উন্নয়ন মূলত কৃষির উন্নয়নের ওপর নির্ভর শীল। তাই কৃষির উৎপাদন যত বাড়বে ততই জাতীয় ও মাথাপিছু উৎপাদন বাড়বে। এছাড়া খাদ্যের জোগান, শিল্প ক্ষেত্রে কাঁচামাল সরবরাহ কৃষিভিত্তিক স্থাপনে, বস্ত্রের সংস্থান, ঔষধ শিল্প প্রতিষ্ঠা, শিল্পজাত দ্রব্যের বাজার সৃষ্টি এবং সর্বোপরি সরকারি রাজস্ব বৃদ্ধিতে কৃষির গুরত্ব অনস্বীকার্য। এ সব কথা আর ক’জনেরও বা গোচরে থাকে।সভ্যতার পরিবর্রতনের সাথে সাথে মানুষ ভূলে গেছে তার আদিম পেশাকে। শুক্রবার সকাল ১১টায় বাগান বিলাস পরিদর্শন করেন, উপজেলা সহকারী কৃষি অফিসার শেখ কামরল হাসান, বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টারের সহযোগী প্রোগ্রাম অফিসার সাংবাদিক গাজী আল ইমরান, সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম শ্যামনগর উপজেলা সভাপতি মারুফ হোসেন মিলন, সহ-সভাপতি সাংবাদিক গাজী আব্দুল আলিম, এস.এস.এস টির কাশিমাড়ী ইউনিটের সাধারণ সম্পাদক ডি এম আব্দুলাহ আল মামুন। আসাদ বলেন ‘সরকারি একটি প্রকল্পে কাজ করি চাকুরি করি বলে কৃষিকে ভুলতে পারিনা। আমি এই বাগান বিলাসের মাধ্যমে এলাকার আরো মানুষকে উদ্বুদ্ধ করতে চাই। আইলা কবলিত আমার এই বাগান বিলাসে লবণাক্ততার কারণে আগে কোনদিন কোন কিছুই হত না, অনেক চেষ্ঠা করে যাচ্ছি যাতে করে সফলকাম হতে পারি। বাগান বিলাস সম্পর্কে সহকারী কৃষি কর্মকর্তা শেখ কামরুল হাসান বলেন‘ উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গড়ে তোলা হয়েছে কলস পদ্ধতিতে নাদা তৈরি, এর মাধ্যমে পানি সেচ কম লাগবে এবং লবণাক্ততার কারণে বেশি ক্ষতি হবে না এবং সাথে সাথে জৈব বালাই নাশক ব্যবহার করে সম্পূর্র্ণ চাষাবাদ করা হচ্ছে। আসাদের বাগান বিলাসে আছে, ঔষধী গাছ যেমন, পাথর কুচি, তুলসি, থানকুনি, অড়হড়, ঘৃতকুমারী, এ্যালোভেরা, কালমেঘ, হেলাঞ্চ। সবজির মধ্যে আছে, গীমা কলমি, হেলাঞ্চ, পেপসিকাম, ওলকপি, বেগুন, লাল শাখ, পালন শাখ, গোল আলু, ঢ়েড়স, বাধাকপি, টমেটো, খিরাই। মশলার মধ্যে পিয়াজ, রসুন, ধনিয়া, মরিচ, আদা ইত্যাদি। আসাদের বাগান বিলাসে গাছে ভাড় বেঁধে পাখির জন্য আবাসস্থল করা হয়েছে। বাগান বিলাসকে কেন্দ্র করে তিনি গড়ে তুলেছেন ক্লান্ত কুঠির।