জাতীয়

পর্যবেক্ষক পাঠাচ্ছে ভারতের নির্বাচন কমিশন

By daily satkhira

December 16, 2018

দেশের খবর: বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ভারত। দেশটির নির্বাচন কমিশনের ৩-৪ সদস্যের একটি পর্যবেক্ষক দল নির্বাচন পর্যবেক্ষণ করবেন।সম্প্রতি ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলীর বৈঠক করেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা। বৈঠকে এই সিদ্ধান্তে কথা জানান সুনীল অরোরা। বাংলাদেশ হাইকমিশনের একজন সিনিয়র কর্মকর্তার সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, বাংলাদেশে নির্বাচনের কাছাকাছি সময়ে ভারতের নির্বাচন কমিশন ৩ থেকে চার সদস্যের পর্যবেক্ষক পাঠাবে।তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, এরই মধ্যে পর্যবেক্ষক পাঠাতে নির্বাচন কমিশনকে বলেছে ভারত সরকার। এর পাশাপাশি ভারতের একদল সাংবাদিকও বাংলাদেশের নির্বাচন কভার করতে আসবেন।

এরই মধ্যে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিকরা হাইকমিশনে ভিসার জন্য আবেদন করেছেন। বাংলাদেশ হাইকমিশনের সূত্রগুলো বলেছেন- বিবিসি, সিএনএন, ডয়েচে ভেলে সহ বিদেশি ও স্থানীয় মিডিয়ার ৪০ জনেরও বেশি সাংবাদিকের ভিসার আবেদন পেয়েছেন তারা। এ ছাড়া কলকাতাভিত্তিক একদল সাংবাদিক ঢাকায় আসবেন আলাদাভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে।