কলারোয়া

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

By daily satkhira

December 16, 2018

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। রবিবার প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবন, দোকান ও প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। রবিবার সকাল ৮ টায় স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা পরিষদের পক্ষে উপেজলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, থানার পক্ষে ওসি শেখ মারুফ আহম্মদ, পৌর সভার পক্ষে ভারপ্রাপ্ত মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের পক্ষে উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন,সাধারন সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, প্রেসক্লাবের পক্ষে ক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারন সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারন সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, উপজেলা সাংবাদিক পরিষদের পক্ষে সভাপতি আসাদুজ্জামান আসাদ, অন লাইন নিউজ পোর্টাল কলারোয়া র্বাতার পক্ষে সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন, সাংবাদিক জুলফিকার আলী, ইউসুফ আলী, যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিক লীগ, পাবলিক ইনস্টিটিউট ,জাতীয় পাটি , ওয়ার্কাস পার্টি, জাসদ , মাধ্যমিক শিক্ষক সমিতি, কলারোয়া পাইলট হাইস্কুল, গার্লস পাইলট হাইস্কুল, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়। সকাল সাড়ে ৮ টায় কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন যৌথভাবে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার। জাতীয় পতাকা উত্তোলন শেষে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, রোভার স্কাউটস, বয়েজ স্কাউটস, গার্লস গাইড সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ, ডিসপ্লে, শরীরচর্চা প্রদর্শন ও ক্রীড়া প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচলনা করেন কপাই সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা ও মাস্টার শাহাজান আলী শাহীন। বেলা ১১ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া ও আলোচন সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদ, বীরমুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার মোসলেম উদ্দীন, আব্দুল গফ্ফার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,অধাপক আবু নসর,মুক্তিযোদ্ধা সৈয়দ আলি,আবুল হোসেন,মুক্তিযোদ্ধা আ: রউফ,আনোয়ার হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজসেবা কর্মকর্তা ফারুক হোসেন,সহকারী শিক্ষা অফিসার শোভা রায়।