কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়েছে। রবিবার সকালে এক বিজয় র্যালি সিংগা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্কুল চত্ত্বরে এসে শেষ হয়। পরে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে স্কুলের হলরুমে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভায় স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সদস্য ওসমান গনি,সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। স্কুলের সিনিয়র শিক্ষক ও কলারোয়া প্রেসক্লাবের সভাপতি দীপক শেঠের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন স্কুল পরিচালনা কমিটিরি সদস্য ডা: ফজলুর রহমান,সিংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, মাস্টার আব্দুস সবুর, মাস্টার জহুরুল ইসলাম,ছাত্র তবিবুর রহমান, ছাত্র ফয়সাল আহম্মেদ, ছাত্রী রুশদানিয়া উর্মি। এ সময় উপস্থিত ছিলেন মাস্টার আজিজুর রহমান,মাস্টার আ: রউফ, প্রদীপ বিশ্বাস,জাহাঙ্গীর হোসেন,শফিকুল ইসলাম, স্বপন সরকার, আ: সালাম, শুভংকর মজুমদার, বিকাশ কুমার, বদরুজ্জামান প্রমুখ। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের ধর্মীয় শিক্ষ মাও: আয়ুব হোসেন।