আশাশুনি

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

By daily satkhira

December 16, 2018

মোস্তাফিজুর রহমান: আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। রবিবার প্রত্যুষে থানা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। সকালে সূর্যোদয়ের সাথে সাথে সকল অফিস, প্রতষ্ঠান, দোকান-পাট সরকারি-বে-সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮ টায় শহীদ স্মৃতিসৌধে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার মীর আরিফ রেজার নেতৃত্বে উপজেলা প্রশাসন, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে থানা পুলিশ, সাবেক কমান্ডার আব্দুল হান্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম ও সাধারণ সম্পাদক এড. শহিদুল ইসলাম পিন্টুর নেতৃত্বে উপজেলা আ’লীগ ও অঙ্গ সহযোগি সংগঠন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আলীর নেতৃত্বে আশাশুনি সরকারি কলেজ, অধ্যক্ষ সাইদুল ইসলামের নেতৃত্বে আশাশুনি মহিলা কলেজ, সভাপতি জিএম মুজিবুর রহমান, সম্পাদক জিএম আল ফারুকের নেতৃত্বে আশাশুনি প্রেসক্লাব, সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি শেখ বাদশা ও সাংগঠনিক সম্পাদক এম এম নুর আলমের নেতৃত্বে আশাশুনি রিপোর্টার্স ক্লাব, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এসএম মোস্তাফিজুর রহমান ও সম্পাদক আরিছুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে উপজেলা শিক্ষক সমিতি, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা পূজা উদযাপন পরিষদ, আশাশুনি মডেল মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি বালিকা বিদ্যালয়, ফ্রেন্ডস্ ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯ টায় আশাশুনি মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনকালে সালাম গ্রহন ও বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার মীর আরিফ রেজা, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দেবনাথ। পরে আকর্ষণীয় কুচ-কাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করেন রোভার স্কাউটস, বয়েজ স্কাউটস, গার্লস গাইড, কাব দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।