মোস্তাফিজুর রহমান: বিগত দশ বছর পূর্বে নির্বাচনে আপনাদের যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলাম শুধু প্রতিশ্রুতি বাস্তবায়ন নয় প্রতিশ্রুতির বাহিরেও অনেক কিছুই দিয়েছি। সাতক্ষীরা বাসি কেন আমি নিজেও কখনও কল্পনা করি নাই সাতক্ষীরাতে মেডিকেল কলেজ হবে। আজ শুধু মেডিকেল কলেজ নয় আমরা ম্যাটস ও আইটি সেন্টারের মত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পেয়েছি। আপনারা আমাকে নির্বাচিত করে দেশনেত্রী শেখ হাসিনার কাছে পাঠিয়ে ছিলেন বলেই আমি মন্ত্রীত্ব পেয়ে আপনাদের জন্য এসব করতে পেরেছি। আপনাদের একটি ভোট সাতক্ষীরা-০৩ আসন তথা সাতক্ষীরার উন্নয়নে কতটুকু ভুমিকা রাখতে পেরেছে সেটা সকলেই অনুধাপন করতে পারবেন। প্রতিশ্রুতি না দিয়েও যদি এত উন্নয়ন করতে পারি তাহলে কথা দিচ্ছি আরও অনেক অনেক উন্নয়ন হবে তরে কেন উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিবেন না? নির্বাচন কমিশন ও সরকার শান্তিপূর্ন নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য চেষ্টা করে যাচ্ছে। ৫জানুয়রীর মত নির্বাচনের শান্তিপূর্ন পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। কিন্তু কমিশন ও প্রশাসন সেটা হতে দেবে না। বাংলাদেশের মানুষ আর পিছনে ফিরে যেতে চায় না তাই উন্নয়নের প্রতীক নৌকার বিকল্প নাই। খাজরা ও বড়দল ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা-০৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি উপরুক্ত কথা গুলো বলেন। বিশেষ অতিথি হিসাবে উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বলেন, আওয়ামীলীগ সরকার আপনাদের চাওয়ার চাইতেও অনেক বেশি কিছু দিয়েছে। আরও দিবে তাই আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় একটি ভোট দিবেন। এসময় তিনি বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার, বড়দল ইউনিয়ন পরিষদ, খ্রিষ্টার মিশন, দক্ষিণ বড়দল কালী মন্দির ও খাজরার বিভিন্ন এলাকায় পথসভা করেন। গোয়ালডাঙ্গা বাজারে সভায় সভাপতিত্ব করেন বড়দল ইউনিয়ন আ’লীগের সভাপতি সুরঞ্জন মন্ডল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আ;লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, সাধারণ সম্পাদক এড. শহিদুল ইসলাম পিন্টু। উপজেলা আ;লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু ও দপ্তর সম্পাদক সুনিল কুমার মন্ডল এর উপস্থাপনায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন এমপি প্রতিনিধি শম্ভুজিত মন্ডল, ইউপি চেয়ারম্যান, ম. মোনায়েম হোসেন, দিপংকর সরকার দীপ, আব্দুল আলিম মোল্যা, বড়দল ইউনিয়ন আলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফকির, আব্দুল হান্নান মন্টু সরদার, ফাদার নিকোলাস মন্ডল, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, মহিলা আ;লীগের সভাপতি তহমিনা খাতুন, কৃষকলীগ সভাপতি সম সেলিম রেজা সেলিম, শ্রমিক লীগ সভাপতি ঢালী সমাছুল আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহেব আলী, উপজেলা যুবমহিলালীগের সভাপতি সীমা সিদ্দিক সহ আ;লীগ ও বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলন।