কালিগঞ্জ

কালিগঞ্জে তৃণমূল পর্যায় থেকে অনুর্দ্ধ ১৫ ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণের উদ্বোধন

By daily satkhira

September 01, 2016

কালিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জাতীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় তৃণমূল পর্যায়ে থেকে অনুর্দ্ধ ১৫ বছর বয়সের প্রতিভাবান ফুটবল খেলোয়াড় বাছাই ও ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল ৪ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উদ্বোধনী  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আশরাফুজ্জামান আশু, চায়না বাংলার পরিচালক আনিছুর রহমান আনিছ, জেলা ফুটবল এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আহম্মদ আলী, আব্দুল মোমেন খান সান্টু, আজহার হোসেন, আব্দুল মান্নান, আইনাল ইসলাম নান্টা, রিপন প্রমুখ। বাছাই প্রক্রিয়ায় উপজেলার ১২ ইউনিয়ন থেকে আড়াই শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করে। এর মধ্য থেকে ২০ জনকে নির্বাচিত করা হয়েছে। ৫ দিনের প্রশিক্ষণ শেষে তারা জেলা পর্যায়ে বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। সেখানে উত্তীর্ণরা বিকেএসপিতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের সুযোগ পাবে বলে জানিয়েছেন বিকেএসপি’র প্রশিক্ষণ কোচ মাহবুব আলম পলো।