মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় ৫দিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসায়ী ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এস.এম.ই ফাউন্ডেশন ও জাতীয় খুদ্র ও কুটিরশিল্প সমিতি বাংলাদেশ এর যৌথ আয়োজনে জি.এম নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধণ করেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বক্তব্যে বলেন, বাংলাদেশ আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। বিশ্বের দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ এখন বহি-বিশ্বের কাছে হাত পাতেনা। নিজের পায়ে মাথা উঁচু করে দাড়িয়েছে দেশ। প্রশিক্ষণের মাধ্যমে দেশের দারিদ্রতার হার কমেছে। দেশের উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে প্রশিক্ষণের বিকল্প নেই। দেশের নিজস্ব অর্থায়নে তৈরি হচ্ছে বহু-কাঙ্খিত পদ্মাসেতু। জননেত্রী শেখ হাসিনা সরকার সমাজের পিছিয়ে পড়া গরীব, দুঃখী ও ভিক্ষকদের কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্রতা কমিয়ে এনেছেন। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ স্বয়ং সম্পুর্ন্ন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম নুর ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি প্রমুখ। ট্রেনিং সেশন পরিচালনা করেন এস.এম.ই ফাউন্ডেশনের কনসালটেন্ট মহিউদ্দিন মজুমদার। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার মফস্বল সম্পাদক মোহাম্মদ আলী সুজন।