অনলাইন ডেস্ক: জামাকাপড় তৈরির জন্য পশুদের প্রতি নৃশংসতার বিরুদ্ধে জোরালো আন্দোলন হল স্পেনে। রাজধানী মাদ্রিদের রাস্তায় নগ্ন হয়ে গায়ে রক্ত মেখে শুয়ে পড়লেন পশুপ্রেমী সমাজকর্মীরা। পুয়ের্তা ডে আলকালার কাছে মৃত্যুর প্রতীকী প্রতিবাদে সোচ্চার হল পশুদের নিয়ে কাজ করা সংস্থা অ্যানিম্যাল ন্যাচরালিস। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও দেখা গিয়েছে, পশুদের মৃতদেহের স্তূপের মতোই রাস্তায় একে অপরের ওপর রক্তাক্ত ও নগ্ন হয়ে পড়ে রয়েছেন একদল মানুষ। আর সামনে এক মহিলার হাতে একটি প্ল্যাকার্ড। তাতে লেখা, ‘শুধুমাত্র ফারের জন্য আর কত প্রাণ প্রয়োজন?’ এই দৃশ্য কাঁপিয়ে দিয়েছে গোটা দুনিয়াকে। খবর এইসময়ের