বিনোদন

নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা

By daily satkhira

December 19, 2018

বিনোদনের খবর: মার্কিন মিডিয়া সার্ভিস প্রোভাইডার নেটফ্লিক্সের বিরুদ্ধে অবমাননার দায়ে মামলা করা হয়েছে। এমি অ্যাওয়ার্ড জয়ী সিরিজ ‘মেকিং এ মার্ডারার’র জন্য মামলাটি করেছেন অবসরপ্রাপ্ত গোয়েন্দা অ্যান্ড্রু কলবর্ন। নেটফ্লিক্সে প্রচারিত এই সিরিজটিতে দেখানো হয়েছে, খুনের দায়ে অভিযুক্ত স্টিভেন অ্যাভরিকে বিপদে ফেলার জন্য প্রমাণ জড়ো করতেন ওই গোয়েন্দা।

২০১৫ সালে ওই সিরিজটির প্রচার শুরু হয়। অ্যান্ড্রু কলবর্নের আইনজীবী মাইকেল গ্রিচবাসের দাবি, তার মক্কেলকে বিশ্বব্যাপী হাসির পাত্রে পরিণত করা হয়েছে ওই সিরিজটির মাধ্যমে। তাকে অসম্মান করা হয়েছে। নেটফ্লিক্স শুধু নয়, সিরিজের নির্মাতার বিরুেদ্ধেও অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে নেটফ্লিক্স এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সূত্র: বিবিসি