স্বাস্থ্য কণিকা: বেবি অয়েল শুধু কিন্তু ছোটদের জন্যই নয়, প্রয়োজনে ব্যবহার করতে পারেন আপনিও। জেনে নিন বেবি অয়েলের দৈনন্দিন জীবনের এমনই কিছু ব্যবহার-
১. প্রতি দিন ব্যবহার করতে করতে বাথরুমের স্টিলের কলে পানির দাগ-ছোপ পড়ে যায়। অ্যাসিড দিয়ে পরিষ্কার করলে ঝকঝকে ভাব নষ্ট হয়ে যায়। বেবি অয়েল দিয়ে পরিষ্কার করুন আবার নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে। ২. ব্যবহার করতে করতে স্টিলের বাসনের চকচকে ভাব নষ্ট হয়ে যায়। বেবি অয়েল দিয়ে ঘষে পরিষ্কার করলে আবার আগের মতো ঝকঝকে হয়ে যাবে।
৩. নখের কিউটিকল শক্ত হয়ে গেলে বেবি অয়েল লাগিয়ে নিন। নরম হয়ে যাবে। তেমনই জীবাণুও মরে যাবে। হাতে আঠা লেগে গেছে বা কোন কিছুতে চ্যাটচ্যাট করছে? বেবি অয়েল লাগিয়ে ধুয়ে ফেলুন। চ্যাটচ্যাটে ভাবও চলে যাবে, হাত নরমও থাকবে।
৪. মেকআপ রিমুভার শেষ হয়ে গিয়েছে? তুলায় বেবি অয়েল লাগিয়ে নিন। মেকআপ তোলাও সহজ হবে, ত্বকও ভাল থাকবে।
৫. আংটি আঙুলে আটকে গেছে, খুলতে পারছেন না? বেবি অয়েল লাগিয়ে নিন আঙুলে। সহজেই খুলে আসবে আংটি।
৬. পা শেভ করার পর অনেক সময় ত্বক শুষ্ক হয়ে যায়। খরখরে ভাব হাতে লাগে। বেবি অয়েল ম্যাসাজ করে ত্বকের উপরিভাগ নরম করে নিন।
৭. কানে ময়লা জমে থাকলে অনেক সময় শুকনো বাডের সাহায্যে বের করা সম্ভব নয়। ব্যথা লাগে। বাড বেবি অয়েলে ভিজিয়ে নিন কানের মধ্যে দু’ফোঁটা বেবি অয়েল ঢেলে নিন। এতে জমে থাকা ময়লা নরম হবে। সহজে বেরিয়ে আসবে।
৮. নিজের জাঙ্ক জুয়েলারি যতই গুছিয়ে রাখুন না কেন, কিছু কিছু অ্যাক্সেসরিজ জড়িয়ে যায়। খোলার সময় ধৈর্য না হারিয়ে বেবি অয়েল লাগিয়ে নিন। সহজে ছাড়াতে পারবেন।