আন্তর্জাতিক

প্রত্যাহার হলো সু চির আরেকটি পুরস্কার

By daily satkhira

December 19, 2018

বিদেশের খবর: সংখ্যালঘু রোহিঙ্গা নির্যাতনের জেরে আরও একটি পুরস্কার প্রত্যাহার হচ্ছে মিয়ানমারের নেত্রী অং সান সু চির। তাকে দেয়া দক্ষিণ কোরিয়ার অন্যতম মানবাধিকার সংগঠনের পুরস্কারটি প্রত্যাহার করে নেয়া হচ্ছে।সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে অমানবিক নির্যাতনের ব্যাপারে তার উদাসীনতার কারণে এটি তুলে নিচ্ছে গাওয়াংঝু হিউম্যান রাইটস। ২০০৪ সালে সু চিকে এ পুরস্কার দিয়েছিল সংস্থাটি। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) আয়োজকরা এ পুরস্কার প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।

সামরিক জান্তার হাতে গৃহবন্দি থাকায় সু চিকে এ পুরস্কার দেয়া হয়েছিল।