আন্তর্জাতিক

বন্ধ হচ্ছে ট্রাম্প ফাউন্ডেশন

By daily satkhira

December 19, 2018

বিদেশের খবর: ফাউন্ডেশনের অর্থ অপব্যবহারের অভিযোগে বন্ধ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের দাতব্য প্রতিষ্ঠান ‘ট্রাম্প ফাউন্ডেশন’। খবর বিসিসিরনিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল বারবারা আন্ডারউড মঙ্গলবার ট্রাম্প ফাউন্ডেশন বন্ধের এই সিদ্ধান্তের কথা জানান। ফাউন্ডেশনের অবশিষ্ট অর্থ বারবারা অন্যান্য দাতব্য প্রতিষ্ঠানকে ভাগ করে দেবেন।ট্রাম্প ফাউন্ডেশনের অর্থ ব্যক্তিগত ও রাজনৈতিক সাফল্যলাভের জন্য ট্রাম্প ও তার জ্যেষ্ঠ তিন সন্তান ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন বারবারা। তবে বারবার এ অভিযোগের প্রেক্ষিতে ট্রাম্প ফাউন্ডেশনের আইনজীবী বলেছিলেন, বারবার বিষয়টি নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে।

আন্ডারউড বলেন, ফাউন্ডেশন বন্ধ হয়ে গেলেও ট্রাম্প, তার মেয়ে ইভাঙ্কা, ছেলে ডোনাল্ড জুনিয়র ও এরিকের বিরুদ্ধে মামলা চলেবে।

উল্লেখ্য, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তে স্টেট ডিপার্টমেন্টের স্পেশাল কাউন্সিলর রবার্ট মুলার নির্বাচনী প্রচারে এই ফাউন্ডেশনের অর্থ ব্যবহার করে ভোটের ফলাফলে প্রভাব সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন।