দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আসন্ন নির্বাচনকে সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় মাঠে আইনশৃঙ্খলা সভা অনুষ্টিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাক ও জেলা রিটার্নিং অফিসার এসএম মোস্তফা কামাল। বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর মাহবুব রহমান খান, জেলা আনছার কমান্ডার মনিরুল ইসলাম, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াসিন আলী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইউপি সদস্য বানু আল কাদেরী, স্থানীয় দিপক ঘোষ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি(তদন্ত) উজ্বল মৈত্র, জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, পারুলিয়া ইউপি সদস্য সালাউদ্দীন সরাফি, ইয়ামিন আলী, গাজী শহিদুল্লাহ, শেখ মোকারম আলী, গোলাম ফারুক, সিরাজুল ইসলাম, হামিদা পারভীন, নারগিছ বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, মহিলী সম্পাদিকা মাছুরা সাথী, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, দেবহাটা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহছানউল্লাহ কল্লোলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এছাড়া উপজেলা পরিষদের হল রুমে নির্বাচনী বিভিন্ন দায়িত্বরতদের সাথে অপরএক অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথিরা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সাতক্ষীরা জেলায় একটি সুষ্ঠ নিরাপেক্ষ মডেল নির্বাচন উপহার দিতে সব রকম প্রস্তুতি নিয়েছে প্রশসন। কোন প্রকার ভয়ভীতি দেখিয়ে কাউকে ভুল পথে নেওয়া যাবে না। কেউ যদি কোন প্রাকার অন্যায় পথ অবলম্বন করে অথবা নাশকতার পরিকল্পনা করে তাকে সহ তার সহযোগীদের ছাড় দেবে না প্রশাসন। রাস্তা কেটে, লুটপাট করে, মানুষ হত্যা করে ক্ষমতায় আসার দিন শেষ। এখন সময় এসেছে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাওয়ার। তাই অপশক্তিকে আর সুযোগ দেওয়া হবে না। আর তাই যেকোন অপ্রীতকর ঘটনা এড়াতে পুলিশ, বিজিবি, র্যাব, সেনা, আনছার, গ্রাম পুলিশ, সিভিল প্রশাসন সহ বিভিন্ন বাহিনী ইতিমধ্যে মাঠে নেমেছে। যে কোন পরিস্থিতি মোকাবেলা করা হবে। ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন প্রত্যেক ভোটার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আসবেন। কোথাও কোন বাধার সম্মূখিন হলে প্রশাসনকে বললেই সেখানে ব্যবস্থা গ্রহন করা হবে।