সাতক্ষীরা সরকারি কলেজের বিএনসিসি প্লাটুন কমান্ডার (সেনা শাখা) ও কলেজের সহকারি অধ্যাপক মোঃ ছানোয়ার হোসেন ২/লে: কমিশন লাভ করেছেন। বাংলাদেশ টেরিটোরিয়াল ফোর্স এ্যাক্ট ১৯৫০ এবং বাংলাদেশ আর্মি রেগুলেশনস ১৯৮৬ এর ২৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি’র সেনা শাখা প্রফেসর অ্যান্ডার অফিসার (পিইউও) পদ থেকে সে: লেফটেন্যান্ট (২/লে:) পদে ১ সেপ্টেম্বর ২০১৬ উন্নীত হয়। গত ১৮ ডিসেম্বর ১৮ তারিখ মঙ্গলবার সকাল ১১টায় সদর দপ্তর সুন্দরবন রেজি: খুলনায় তাকে কমিশন র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। তিনি ২৪ তম বিসিএস এর শিক্ষা ক্যাডারের মাধ্যমে সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে যোগদান করেন। ২৭ ডিসেম্বর ২০০৬ কলেজের বিএনসিসি (সেনা শাখা) পাল্টুন কমান্ডার হিসেবে যোগদান করে ২০০৯ সালে বাংলাদেশ মেলেটারি একাডেমি চট্টগ্রাম ভাটিয়ালী থেকে সফলভাবে কমিশন কোর্স সম্পন্ন করেন। এছাড়া সদর দপ্তর সুন্দরবন রেজিঃ এর বিভিন্ন সামরিক প্রশিক্ষণও সম্পন্ন করেন। তিনি জাতীয়, আঞ্চলিক, জেলা প্রশাসন এবং সাতক্ষীরা সরকারি কলেজের সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী। প্রেস বিজ্ঞপ্তি