জাতীয়

মাশরাফির নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন প্রধানমন্ত্রী

By daily satkhira

December 19, 2018

দেশের খবর: নড়াইল-২ আসনে জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় এই প্রচারণা শুরু হবে।প্রচারণার সময় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ভিডিও কনফারেন্সে নড়াইল ও লোহাগড়াবাসীর সঙ্গে কথা বলবেন শেখ হাসিনা। মাশরাফি নড়াইল-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী।লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনু জানান, প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা ব্যক্তিগত বাসভবন ‘সুধাসদন’ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইলবাসীর সঙ্গে কথা বলবেন। এ সময় দলীয় প্রধানের পাশে থেকে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজাও এলাকাবাসীর সঙ্গে কথা বলবেন। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতারাও বক্তব্য দেবেন।নড়াইল জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাশরাফির ভিডিও কনফারেন্স উপলক্ষে লোহাগড়ায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। লোহাগড়ায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটবে বলে প্রত্যাশা করছি।

স্থানীয় মল্লিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, উপজেলার ১২টি ইউনিয়নের সব চেয়ারম্যানই আওয়ামী লীগ দলীয়। তাই তৃণমূলের সবাই প্রধানমন্ত্রী ও মাশরাফির ভিডিও কনফারেন্স উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল-২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৫১১ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬০ হাজার ৬২৪ এবং পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৮৭ জন।