সাতক্ষীরা

সাতক্ষীরার বর্ষিয়ান চিকিৎসক ডা: মমতাজ আহমেদ আর নেই

By daily satkhira

December 19, 2018

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার সবচেয়ে বর্ষিয়ান শিশু চিকিৎসক সবার পরিচিত ডা: মমতাজ আহমেদ আর নেই। বুধবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে তিনি সাতক্ষীরা শহরের প্রাণসায়েরস্থ (থানা মসজিদের পাশে) বাসবভনে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। (ইন্না..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।ভারতের উত্তরচব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া থানার ফরিদকাটি গ্রামে তার জম্ম। ১৯৬৯ সালের ফেব্রুয়ারী মাসে তিনি বাংলাদেশে চলে আসেন। সাতক্ষীরার জেলার তালা উপজেলার খলিসখালি গ্রামে এসে তিনি ওঠেন। পরবর্তীতে তিনি সাতক্ষীরা জেলা শহরের (সাতক্ষীরা সদর থানার পাশে ) প্রাণসায়ের গ্রামে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।ডা: মমতাজ আহমেদের মৃত্যুর খবরে সাতক্ষীরার সর্বত্রই নেমে আসেছে ছোকের ছায়া। বৃহস্পতিবার বাদ জোহর সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জানাজা অনুষ্ঠিত হবে।মরহুমের ছেলে ডা: মিনহাজ আহমেদ জানান, ডা: মমতাজ আহমেদের জানাজার নামাজ আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ শেষে তাকে তালা উপজেলার খলিসখালি গ্রামে পারিবারিক করবস্থানে দাফন করা হবে। তিনি তার মরহুম পিতার আত্মার মাগফিরত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।