রাজনীতি

খালেদার ছবি বিএনপি ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না

By Daily Satkhira

December 20, 2018

রাজনীতির খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ছাড়া কেউ খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে পারবে না। বুধবার নির্বাচন কমিশন (ইসি) থেকে এ কথা জানিয়ে বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে। 

শরিক দলের প্রার্থীদের প্রচার কাজে খালেদা জিয়ার ছবি ব্যবহারের সিদ্ধান্ত চেয়ে গত ১৩ ডিসেম্বর ইসি সচিবকে দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন।  বিএনপিকে দেওয়া সিদ্ধান্তের চিঠিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী- স্বতন্ত্র প্রার্থীরা পোস্টার বা ব্যানারে নিজের ছবি ও প্রতীক ছাড়া অন্য কোনো ছবি ছাপাতে পারবেন না। কোনো প্রার্থী নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত হলে তিনি নিজের ছবি ও প্রতীকের পাশাপাশি দলীয় প্রধানের ছবি ছাপাতে পারবেন।

কোনো নিবন্ধিত রাজনৈতিক দল জোটভুক্ত হয়ে নির্বাচন করলে তাদের প্রার্থী জোটভুক্ত অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবে। কিন্তু নিজ দলের প্রধানের ছবি ছাড়া অন্য কোনো দলের প্রধানের ছবি ব্যবহার করতে পারবে না।