জাতীয়

সারা দেশে নির্বাচনের ‘অনুকূল আবহ’ সৃষ্টি হয়েছে: সিইসি

By daily satkhira

December 20, 2018

দেশের খবর: সারা দেশে নির্বাচনের সুবাতাস ও অনুকূল আবহ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) আগারগাঁওয়ে ইটিআই ভবনে নির্বাচনের দিন দায়িত্বপালনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণে সিইসি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘আমরা প্রত্যক্ষ করছি সারা দেশে নির্বাচনের সুবাতাস; অনুকূল আবহ সৃষ্টি হয়েছে। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত নির্বাচনমুখী আচরণ লক্ষ্য করা গেছে। নির্বাচনের সাথে সম্পৃক্ত রাজনৈতিক দল ও প্রার্থী তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিচ্ছে। তারা তাদের কর্মকাণ্ড সভা-মিছিল করে যাচ্ছেন। ভোটাদের কাছে প্রার্থীরা ভোট প্রার্থনা করছে। সারাদেশ ব্যাপী এটি হচ্ছে।’

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আগামী ৩০ তারিখ সংসদ নির্বাচন। ভোট নির্বাচন কমিশনের কাছে আমানত। সেই আমানত বা ভোট এর ফলাফল আমাদের হাতে যাবে, বিশ্লেষণ ও বিতরণ করার জন্য। সুতরাং বছরব্যাপী পরিশ্রমের ফসল আপনাদের হাতে চলে যাবে। এই ফসল যাতে কোনো রকমে ভুলত্রুটির মাধ্যমে প্রার্থীদের অবস্থানের ব্যাঘাত না ঘটে। তাই সতর্ক থাকতে হবে। আমাদের ওপর গুরুত্ব দায়িত্ব, তা সতর্কতার সহিত পালন করতে হবে। নির্বাচনী দায়িত্ব আমরা ইতোমধ্যে ভাগ করে দিয়েছি। নির্বাচনী কমিশনের ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে দেয়া হয়েছে। কেন্দ্রের মূল দায়িত্ব প্রিজাইডিং অভিসারের। কারণ কেন্দ্র থেকে আমরা ফলাফল সংগ্রহ করি।’

প্রার্থীদের কোনো অভিযোগ থাকলে তা নির্বাচন কমিশনে না দিয়ে রিটার্নিং অফিসার, নির্বাচনী তদন্ত কমিটিসহ সংশ্লিষ্টদের কাছে দেয়ার জন্য আহ্বান জানান সিইসি। এসময় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।