সাতক্ষীরা

ঝাউডাঙ্গায় ৪টি কেন্দ্রে সমাপনী পরীক্ষার মডেল টেস্ট শুরু

By daily satkhira

September 01, 2016

এস.এম আবু রায়হান, ঝাউডাঙ্গা : সাতক্ষীরা সদর উপজলো ঝাউডাঙ্গা ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রথম মডেল টেস্ট পরিক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দেড়টা র্পযন্ত ইংরেজি পরিক্ষায় শির্ক্ষাথীরা স্বত:স্ফুতভাবে অংশ গ্রহণ করে। ইউনিয়নের ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মোট ৪টি কেন্দ্র অনুষ্ঠিত হয়। সরেজমিনে এসব কেন্দ্রে গিয়ে জানা যায় বলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৬টি স্কুলের ১৪৮ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেছে। কেন্দ্রে সচিব মো. জাকির হোসনে বলেন, মনোরম পরিবেশে শান্তিপূর্ণ ভাবে পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঝাউডাঙ্গা সরকারি প্রাথমকি বিদ্যালয় কেন্দ্রে মোট ৬টি স্কুলের১৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। উত্তর দেবনগর সরকারি প্রাথমকি বিদ্যালয় কেন্দ্রে ৮১ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে। এবিষয়ে সহকারি শিক্ষা অফিসার মো. বাবলু রহমান জানান, ঝাউডাঙ্গা ইউনিয়নের সকল কেন্দ্রে প্রাথমকি শিক্ষা সমাপনীর প্রথম মডলে টেস্টের প্রথম দিনে শান্তিপূর্ণ ভাবে পরিক্ষা সম্পন্ন হয়েছে।