আন্তর্জাতিক

খাশোগি হত্যায় জড়িত ১৫ জনের ছবি প্রকাশ

By daily satkhira

December 20, 2018

বিদেশের খবর: বুধবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত খবরে বলা হয়েছে, খাশোগিকে হত্যা করতে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে আসা ওই দলের প্রত্যেকের ছবি দেখা গেছে। ভিডিও ফুটেজ অনুসারে ওই হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা আগে হত্যাকারী দলকে তুরস্কে আসতে দেখা গেছে। এর পর হত্যাকাণ্ড শেষে তারা আবার সৌদি আরবের উদ্দেশে উড়াল দেন।

হত্যাকারীদের চিহিুত করতে শহরজুড়ে ৮০ এলাকার ১৪৭ ক্যামেরার সাড়ে তিন হাজার ঘণ্টার ভিডিও ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করে তুরস্কের গোয়েন্দা সংস্থা। ভিডিও ফুটেজে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিরাপত্তা দলের সদস্য আবদুল আজিজ মোহাম্মদ আল হাওসাইকে দেখা গেছে। আরেক সন্দেহভাজন সৌদ আল কাহতানি। সন্দেহ করা হচ্ছে-সৌদি রাজধানী রিয়াদ থেকে উড়ে আসা ১৫ সদস্যের দলের তত্ত্বাবধান করেছেন তিনি।

৪০ বছর বয়সী কাহতানিকে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ডানহাত বলা হয়। সাংবাদিক জামাল খাশোগিকে গত ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে সর্বশেষ ঢুকতে দেখা গেছে। সৌদি আরব প্রথম তাকে হত্যার কথা অস্বীকার করলেও পরে বলেন, কনস্যুলেট কর্মকর্তাদের সঙ্গে হাতাহাতিতে তার মৃত্যু হয়েছে।