সাতক্ষীরা

সাতক্ষীরায় ঘরে ঘরে সুপেয় পানির দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

By daily satkhira

December 20, 2018

নিজস্ব প্রতিনিধি: “ঘরে ঘরে সুপেয় পানি ” এর শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় উপকূলীয় পানি সম্পদ ব্যবস্থাপনা ফোরামের উপদেষ্টা কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার প্রেসক্লাবের হল রুমে উপকূলীয় পানি সম্পদ ব্যবস্থাপনা ফোরাম এই মতিিবনিময় সববার আয়োজন করে। সচেতন নাগরিক কমিটি সাতক্ষীরার সাবেক আহবায়ক অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, অধ্যক্ষ রিয়াজুল ইসলাম , দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক আশিক ই এলাহী প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমি অঞ্চলের উপকূলবর্তী জেলা সাতক্ষীরা। এ জেলার প্রতিটি ঘরে ঘরে সুপেয় পানির তীব্র সংকট। অধিকাংশ মানুষকে চড়াদামে খাবার পানি কিনে খেতে হচ্ছে। বিধায় আগামীতে যারাই সরকার গঠন করুকনা কেনো তাদেরকে ঘরে ঘরে সুপেয় পানি পৌছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে সব দলের এমপি প্রার্থীদের প্রতিশ্রুতি কামনা করেন বক্তারা।