মেহেদী সোহাগ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দল মনোনীত নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়ন যুবলীগের আয়োজনে অত্র ইউনিয়নের প্রাণকেন্দ্র বালিয়াডাঙ্গা বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
বুধবার সন্ধ্যায় কেড়াগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি এম ডি সেলিম রেজার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। কেড়াগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমানের উপস্থাপনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ্ব আরাফাত হোসেন, সিডনি (অস্ট্রেলিয়া) আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন লালটু, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য কামরুজ্জামান সোহাগ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলারোয়া পৌর মেয়র (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান বুলবুল, উপজেলা যুবলীগ সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম, সেক্রেটারি আসাদুজ্জামান তুহিন, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি আশিকুর রহমান মুন্না, কলারোয়া রিপোর্টার’স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জুলফিকারুজ্জামান জিল্লু, উপজেলা আওয়ামীলীগের শ্রম-বিষয়ক সম্পাদক এনায়েত খান টুনটু, ঢাকা ভার্সিটির সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি বেনজির হোসেন হেলাল, ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি মারুফ হোসেন, ইউপি সদস্য ইয়ার আলী, ইউপি সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অত্র জনসভায় উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে দেশনেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের অভাবনীয় উন্নয়নের কথা তুলে ধরে বলেন, মানবতা বিরোধী স্বাধীনতার বিপক্ষ শক্তি জামায়াত বি এন পি কে এদেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। ক্ষমতার লোভে যারা মানুষকে আগুনে পুড়িয়ে মারতে পারে তাদেরকে এদেশের রাষ্ট্র ক্ষমতায় আপনারা আর আসতে দিবেন না।
এছাড়াও বক্তারা জামায়াত বি এন পির বিভিন্ন কুকীর্তির কথা উল্লেক করে বলেন, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত করতে ও অসাম্প্রদায়িক চেতনায় দেশকে সামনের দিকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করার জন্যে সকলকে আবারো নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সবশেষে অতিথিবৃন্দ ইউনিয়ন যুবলীগের তৈরী একটি বিশাল নৌকা বালিয়াডাঙ্গা বাজারের মেইন রোডের উপর উত্তোলন করেন।