বিদেশের খবর: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য কেক বানিয়ে বেশ আলোড়ন তুলেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নাদিয়া হুসেইন। শুধু তাই নয়, রান্নার প্রতিযোগিতা ‘গ্রেট ব্রিটিশ বেক অফ’ বিজয়ী হন তিনি।
এবার সেই নাদিয়া হুসেইন আবারও বিয়ে করেছেন। তবে দ্বিতীয়বার তিনি যাকে বিয়ে করেছেন তিনি তার স্বামী আবদাল হুসেইন। ইনস্টাগ্রামে নাদিয়া লিখেন, ‘এটা অভিনব কিছুই না, শুধুই ভালবাসা। কোনও বাহুল্য নয়। এটা আমরা আবারও করলাম। আমি ভালোবাসি, সবসময় এভাবেই ভালোবাসবো।’ একই টুইটে নাদিয়ার স্বামী আবদাল হুসেইন তার স্ত্রীকে উদ্দেশ্য করে লিখেন, ‘তুমি এখন আমার কাছ থেকে পালাতে পারবে না। আমি তোমাকে সীমাহীন ভালোবাসি।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়, কয়েক বছর আগে নাদিয়া এবং আবদালের বিয়ে হয়েছিল পারিবারিকভাবে। এই দম্পতির তিন সন্তান রয়েছে। প্রথমবার যখন বাবা-মায়ের পছন্দে বিয়ে করেছিলেন তখন নাদিয়ার বয়স ছিল ১৯ বছর। গুড হাউজকিপিং ম্যাগাজিনকে নাদিয়া বলেন, ‘একজন সম্পূর্ণ অচেনা-অজানা মানুষকে বিয়ে করা কঠিন ছিল। কিন্তু তা করেছি।’
দুটো সন্তান জন্ম দেওয়ার পরে, স্বামীর প্রতি প্রেম অনুভব করেছিলেন নাদিয়া। অকপটে সে কথাও বলেছেন তিনি। বলেন, ‘আমি আমার স্বামীকে জানতাম না। আমাদের দুটি বাচ্চা হলো। তারপরে আমি তার প্রেমে পড়লাম।’ প্রসঙ্গত, ‘গ্রেট ব্রিটিশ বেক অফ’ রান্না বিষয়ক ব্রিটেনের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ২০১৫ সালে চূড়ান্ত পর্বে বিজয়ী হন নাদিয়া। তিনি বিয়ের অনুষ্ঠানের বড় একটি কেক তৈরি করেন এবং সেটিকে নিজের বিয়ের গহনা দিয়ে সাজান। পরের বছর রানি এলিজাবেথের ৯০তম জন্মবার্ষিকীর কেক তৈরি করে নজর কাড়েন নাদিয়া হুসেইন। এরপর যুক্তরাজ্যের প্রভাবশালী ৫০০ ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত হয় তার নাম।