বিনোদন

দুঃসাহসিক পুলিশ অফিসার হয়ে ফিরছেন রানী

By daily satkhira

December 20, 2018

বিনোদনের খবর: বিয়ে এবং সন্তান জন্মের পর কয়েক বছর বিরতি দিয়ে ২০১৪ সালে বলিউডে ফিরেছেন এক সময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী রানী মুখার্জি। ছবির নাম ছিল ‘মার্দানি’। এরপর ‘হিচকি’।

দুটি ছবিই আশানুরূপ ফলাফল না পেলেও পুরনো রানীকে ঠিকই খুঁজে পেয়েছেন দর্শকরা। মাঝে কিছুদিন বিরতি দিয়ে আবারও শুটিং ফ্লোরে নিয়মিত হতে যাচ্ছেন এ বলিউড নায়িকা।

এবার ফিরছেন ভারতীয় পুলিশের অপরাধ বিভাগের দুঃসাহসী সিনিয়র পুলিশ অফিসার হয়ে। এ ছবিটি ‘মার্দানি’র সিক্যুয়াল। ‘মার্দানি’ ছবিতে রানীর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল।

সে কারণেই প্রযোজক আবারও তাকে নিয়ে রিস্ক নিচ্ছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। তবে আগের চেয়ে নতুন চরিত্রটি আরও বেশি চ্যালেঞ্জিং বলে জানা গেছে। নতুন কিস্তির গল্প সম্পর্কে কোনো ধারণা দেননি প্রযোজক কিংবা অভিনেত্রী। তবে নিজের চরিত্র প্রসঙ্গে রানী জানিয়েছেন, ‘এবারের গল্পটি আগের থেকেও টানটান উত্তেজনায় ভরপুর।

ভিলেনের চরিত্রটিকে যতটা নেগেটিভ দেখানো সম্ভব ততটাই দেখানো হয়েছে। এক কথায় ভয়ঙ্কর। পাশাপাশি পুলিশ অফিসার শিবানির চরিত্রও অসাধারণ।’ বলা যায় নতুন কিস্তি নিয়ে বেশ উৎফুল্ল রানী।

পুলিশ অফিসার চরিত্রে এ অভিনেত্রীকে কাস্ট করা হলেও ভিলেনের চরিত্রে কাকে নেয়া হবে সেটা এখনও ঠিক হয়নি। আগের ছবিতে তাহির রাজ ভাসিন এ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এবার তার জায়গায় নতুন মুখ খুঁজছেন বলে জানা গেছে। প্রযোজনা সূত্র জানিয়েছে, ২০১৯ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে ‘মার্দানি-২’।

যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিতব্য এ ছবির পরিচালনায়ও আসছে পরিবর্তন। আগের ছবিটি পরিচালনা করেছিলেন প্রদীপ সরকার। এবার পরিচালক হিসেবে থাকছেন মর্দানি সিরিজের প্রথম ছবির লেখক গোপী পুথরন।