সাতক্ষীরা

প্রশিক্ষণ মানুষের দক্ষতাকে উন্নততর করে -ডা. কাজী হাবিবুর রহমান

By daily satkhira

December 20, 2018

প্রেস বিজ্ঞপ্তি : প্রশিক্ষণই মানুষের দক্ষতাকে উন্নত থেকে উন্নততর করে তুলতে পারে। যতবেশী প্রশিক্ষণ হবে শিশুদের এই আবৃত্তিদলটি ততবেশী দক্ষ হবে। যতই কষ্ট হোক এসব শিশুদের জন্য যথেষ্ঠ পরিমান প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে হবে। বাইরে থেকে আবৃত্তি সহজ মনে হলেও আবৃত্তি যথেষ্ঠ শিল্প সমৃদ্ধ মাধ্যম। এজন্য কাজটিকে যথেষ্ঠ গুরুত্ব দিতে হবে। আর প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান জীবনে কাজে লাগাতে হবে। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে প্রাণকেন্দ্র-সাতক্ষীরা আয়োজিত তিনদিনব্যাপী আবৃত্তি ও উচ্চারণের কর্মশালার সমাপনিতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: কাজী হাবিবুর রহমান। সাংস্কৃতিক সংগঠন প্রাণকেন্দ্র- সাতক্ষীরা আয়োজিত শিশুদের এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের আকাশবাণী ও ডিডি মেট্রো’র জনপ্রিয় সঞ্চালক ও আবৃত্তিকার পৌলমী ভট্টাচার্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আব্দুল হামিদ, উপাধ্যক্ষ নিমাই মন্ডল, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী’র সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাণকেন্দ্র’র সংগঠক শরীফুল্লাহ কায়সার সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণকেন্দ্র’র সংগঠক কবি শেখ আবু সালেক চাঁদ। অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন নাফিসা বিনতে সাজ্জাদ ও ফারিহা জান্নাত। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পূর্বে শিশুদের আবৃত্তি পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে আবহ সঙ্গীত পরিবেশনায় ছিলেন পশ্চিমবঙ্গের অমিত দত্ত। উল্লেখ্য, সোমবার সকাল ১০টায় থেকে শুরু হওয়া আবৃত্তি ও উচ্চারণের কর্মশালার উদ্বোধন করেন সাতক্ষীরা পুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমান। ওই দিন অনুষ্ঠানে প্রাণকেন্দ্রে’র পক্ষ থেকে ভারতের পশ্চিমবঙ্গের আকাশবাণী ও ডিডি মেট্রো’র জনপ্রিয় সঞ্চালক ও আবৃত্তিকার পৌলমী ভট্টাচার্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমান ও উপস্থিত অতিথিবৃন্দ এ সম্মাননা স্মারক প্রশিক্ষকের হাতে তুলে দেন। উদ্বোধনের পর আবৃত্তিকার পৌলমী ভট্টাচার্য একঘন্টা’র আবৃত্তি পরিবশেন করে। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ৩২জন শিক্ষার্থী প্রশিক্ষনার্থী হিসেবে অংশগ্রহণ করে।