অনলাইন ডেস্ক: মৃত্যুর এক সপ্তাহ পর আজ দেশে আনা হবে আমজাদ হোসেনের মরদেহ। সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে মরদেহ বহনকারী বিমানটি। এমনটাই জানালেন প্রয়াত নির্মাতার দীর্ঘদিনের সহকারী এস এ হক অলিক। ১৪ ডিসেম্বর থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নন্দিত এই চলচ্চিত্রকার। থাইল্যান্ডে সরকারি ছুটির কারণে দাপ্তরিক কাজে দেরি হয়। এ ছাড়া অর্থসংকটের কারণেও মরদেহ দেশে আনা যাচ্ছিল না। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা ও তত্ত্বাবধানে দেশে আনা হচ্ছে ‘গোলাপী এখন ট্রেনে’ পরিচালকের মরদেহ। পরিবারের সব সদস্যের সম্মতিতে শনিবার বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে আমজাদ হোসেনকে।