খেলা

অবসরের ইঙ্গিত যুবরাজ সিং’র

By daily satkhira

December 21, 2018

খেলার খবর: আসন্ন আইপিএলের নিলামের সময় প্রথমদিকে কেউ তাকে নিয়ে আগ্রহ দেখায়নি। শেষ পর্যন্ত মঙ্গলবার বেস প্রাইজ ১ কোটিতে তাকে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। গতবার চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। যার ফলে পাঞ্জাব এবার আর যুবরাজ সিংকে দলে রাখেনি। মুম্বই না কিনলে অবিক্রিতই থেকে যেতে হত ২০১১ বিশ্বকাপের নায়ককে।

দল পেয়ে যাওয়ার পর ভাল কিছু করতে মরিয়া যুবরাজ সিং। অতীত নিয়ে ভাবতে চাইছেন না। বলছেন, ‘‌এখনও আমার মধ্যে ক্রিকেট বাকি রয়েছে।’‌ সম্প্রতি সাক্ষাৎকারে যুবরাজ জানিয়েছেন, ‘‌এখনও আমার মধ্যে খিদে রয়েছে। খেলার ইচ্ছে রয়েছে বলেই ২২ গজ ছেড়ে চলে যাইনি। ক্রিকেটটা আমি আবেগ দিয়ে খেলি। আশা করছি এবার ভাল খেলব।’‌ ২০১৭ সালে শেষবার দেশের হয়ে খেলেছিলেন। ২০১৮ সালে পাঞ্জাবের হয়ে আট ম্যাচে মাত্র ৬৫ রান করেছিলেন। আইপিএলে মুম্বই যুবরাজের ছয় নম্বর দল। জাতীয় দলে ফেরার শেষ সুযোগ আসন্ন আইপিএল। তাই মুম্বইয়ের হয়ে সেরা ক্রিকেটটা খেলতে চান। আর অবসর?‌ তারও ইঙ্গিত দিয়ে রাখলেন, ‘‌২০১৯ বিশ্বকাপের পর অবসর নিয়ে সিদ্ধান্ত নেব। আগামী তিন থেকে চারমাস খুব গুরুত্বপূর্ণ। আমাকে রান পেতেই হবে।’‌