সাতক্ষীরা

১২ দফা দাবিতে সাতক্ষীরায় অনির্দিষ্টকালের পণ্যবাহী পরিবহন ধর্মঘট চলছে

By Daily Satkhira

January 23, 2017

আব্দুল জলিল: ১২ দফা দাবিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় অনির্দিষ্টকালের পণ্যবাহী পরিবহন ধর্মঘট সাতক্ষীরায়ও পালিত হচ্ছে। সোমবার ভোর থেকে এ ধর্মঘট শুরু করে সাতক্ষীরা পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘটে ভোমরা বন্দরসহ আটকা পড়েছে এ অঞ্চলের পণ্যবাহী শত শক ট্রাক। ভোমরা স্থল বন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক মো: শওকাত আলী  অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ কেন্দ্র্র স্থাপন, ওয়েব্রিজে জরিমানা বাতিল, ১২ হাজার টাকা স্কেল জরিমানা প্রত্যাহার, ফেরিঘাটে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ, কাগজপত্র পরীক্ষার নামে পুলিশী হয়রানি বন্ধ, অপ্রয়োজনীয় স্পিড ব্রেকার অপসারণ, জ্বালানি তেলের দাম কমানোসহ ২১ দফা দাবিতে সোমবার সকাল থেকে আমাদের ধর্মঘট শুরু হয়েছে। যা ২১ জেলায় চলছে। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও সেদিকে তারা নজর দিচ্ছেনা। দাবি না আদায় হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ বিষয়ে ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু জানান, ভারত থেকে মালামাল আসলেও আমদানিকৃত পণ্য ভোমরা বন্দর থেকে দেশের কোথাও ব্যবসায়ীরা পাঠাতে পারছেন না। অনেক কাচামাল আটকা পড়েছে ভোমরা বন্দরে। দ্রুত সংকট নিরসন না হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান তিনি।