সাতক্ষীরা

আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক-জেলা পরিষদ সদস্যদের সংবর্ধনায় নজরুল ইসলাম

By Daily Satkhira

January 23, 2017

মাহফিজুল ইসলাম আককাজ: ‘শেখ হাসিনার দর্শণ সব মানুষের উন্নয়ন ও উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্যবৃন্দের সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ.এন.এম মঈনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদশ্যের সৈনিক। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। জেলা পরিষদকে একে অপরের পরিপুরক হিসেবে এবং সকলের ঐক্যমতের ভিত্তিতে উন্নয়নের লক্ষ্য মাত্রা নিয়ে কাজ করতে চাই। তাই সবচেয়ে বেশি জরুরী সকলের সহযোগিতা। সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা নিয়ে সততা ও নিষ্ঠার মাধ্যমে জেলা পরিষদকে দূর্ণীতিমুক্ত করতে চাই। যাদের মূল্যবান ভোট পেয়ে আমরা নির্বাচিত হয়েছি তাদের নায্য অধিকার ও জেলার উন্নয়নে কাজ করাই হল আমাদের আসল লক্ষ্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা চেয়ারম্যান শেখ ফিরোজ আহমেদ স্বপন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান এপিপি এড. এস.এম জহুরুল হায়দার বাবু প্রমুখ। জেলা পরিষদের

নব-নির্বাচিত সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য মীর জাকির হোসেন, মতিয়ার রহমান গাজী, সংরক্ষিত মহিলা সদস্য রোকেয়া মোসলেম উদ্দিন, শিল্পী রাণী হালদার প্রমুখ। সংবর্ধণা শেষে জেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য ওবায়দুর রহমান লাল্টু, সৈয়দ আমিনুর রহমান বাবু, আমজাদ হোসেনসহ নব-নির্বাচিত সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম মাহবুবুর রহমান।