খেলা

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে আইসিসি’র জরিমানা

By daily satkhira

December 22, 2018

অনলাইন ডেস্ক: ঢাকার মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে মন্থর ওভার রেটের কারণে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ২২ জন খেলোয়াড়কে জরিমানা করেছে আইসিসি। মিরপুরে বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করেছে বাংলাদেশ দল। আর ওয়েস্ট ইন্ডিজ দল নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বল করেছে। ফলে ম্যাচ রেফারি জেফ ক্রো বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছেন। আর দলের বাকিদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্রাফেটকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। তার দলের বাকিদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। আগামী ১২ মাসের মধ্যে সাকিবের অধীনে বাংলাদেশ ও ব্রাফেটের অধীনে ওয়েস্ট ইন্ডিজ একই অপরাধ আবার করলে নিষিদ্ধ হবেন তারা। সাকিব আল হাসান ও কার্লোস ব্রাফেট ম্যাচ শেষে নিজেদের দোষ স্বীকার করে শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।