জাতীয়

দুদকে অভিযোগ করা যাবে হটলাইনে

By Daily Satkhira

January 23, 2017

দুর্নীতি দমন কমিশনে (দুদক) দেশ-বিদেশ থেকে দুর্নীতির অভিযোগ জানাতে ১০৬ হটলাইন চালু হচ্ছে।

দুদক শিগগিরই ১০৬ হটলাইন চালু করবে। তবে টেলিফোনে কোন ধরনের অভিযোগ বিবেচনায় নেওয়া হবে তা নির্ধারণ করতে কমিশন কাজ করছে বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

টেলিফোনে দেওয়া অভিযোগ প্রথমে লেখা হবে এবং তা পরবর্তী কার্যক্রমের জন্য কমিশনে পাঠানো হবে।

বর্তমানে দেশব্যাপী দুদক কার্যালয়ে স্থাপিত বক্সে লিখিতভাবে অভিযোগ জানানো হয়।

এই হটলাইন চালু হলে জনগণ বিশেষ করে সরকারি কার্যালয়ের ঘুষ সম্পর্কিত ঘটনাসহ দুর্নীতির চলমান ঘটনার ব্যাপারে তাৎক্ষণিক অভিযোগ জানাতে পারবে। এটি দুর্নীতি হ্রাসে সহায়ক হবে বলে মনে করছে দুদক।

এর আগে দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ সতর্ক বার্তা দিয়েছেন যে, ‘ঘুষ নেওয়া বন্ধ করুন- অন্যথায় কঠোর ব্যবস্থার জন্য অপেক্ষা করুন।’

দুদক চেয়ারম্যান বলেন, দুদকে ১২ হাজার ৫৬৮টি অভিযোগ দাখিল করা হয়। এর মধ্যে এক হাজার ৫৪৩টি অভিযোগ তদন্তের জন্য গৃহীত হয়েছে এবং ৫৪৩টি অভিযোগ সংশ্লিষ্ট কার্যালয়ে প্রশাসনকি ব্যবস্থা নিতে পাঠানো হয়।

দুর্নীতির মামলা সম্পর্কে চেয়ারম্যান আরো বলেন, ২০১৩ সালে মোট ৩৩৯টি দুর্নীতির মামলা দায়ের এবং আদালতে ৫২৮টি মামলা অভিযোগপত্র দাখিল করা হয়।