কে.এম রেজাউল করিম: দেবহাটায় কালীগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি শেখ মোঃ ইয়াছিন আলী ও দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্রের নেতৃত্বে পুলিশের নির্বাচনী চেকপোষ্ট মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ৩ টার দিকে দেবহাটা থানার সামনে থেকে এই মহড়া অনুষ্ঠিত হয়ে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই মহড়া চলে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ যানবাহন ও কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়। কালীগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি শেখ মোঃ ইয়াছিন আলী জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এই মহড়া পরিচালনা করা হয়। এই অভিযানে প্রায় ৩০ টি মামলা দেয়া হয় বলে জানা গেছে। দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে জানিয়ে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে সিনিয়র এএসপি শেখ মোঃ ইয়াছিন আলী, দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী, এসআই হেদায়েত হোসেন, এসআই মামুনুর রহমান, এসআই মুনিরুল ইসলাম সহ দেবহাটা থানার সকল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।