আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহত বেড়ে ৪৩

By daily satkhira

December 23, 2018

বিদেশের খবর: ইন্দোনেশিয়ার সুন্দা স্ট্রেট উপকূল অঞ্চলে সুনামির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত বেড়ে দাঁড়িয়েছে ৬০০ জনে। রবিবার (২৩ ডিসেম্বর) জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করেছে। এর আগে নিহতের সংখ্যা ছিলো ২০জন। আহত ১৬৫।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন বলছে, নিহতের সংখ্যা ৪৩ এবং আহত হয়েছেন ৫৮৪ জন।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাটি জানায়, শনিবার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে সুনামির তাণ্ডব শুরু হয়।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরো নুগ্রোহো জানান, সুনামির কারণ ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরি। প্রবল অগ্ন্যুৎপাতের জেরে সুনামি আছড়ে পড়ে জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝে অবস্থিত সুন্দা স্ট্রেটে। সুনামির তাণ্ডবে একের পর বাড়ি ভেঙে পড়তে শুরু করে।

ইন্দোনেশিয়ান আবহাওয়াবিজ্ঞান, ক্লিম্যাটোলজি এবং জিওফিজিক্যাল এজেন্সি (বিএমকেজি) বলছে, এ সুনামি কোনো ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়নি। সম্ভবত লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া দ্বীপের আগ্নেয়গিরি প্রভাব থেকে এ সুনামির উৎপত্তি হয়েছে।