নিজস্ব প্রতিবেদক : শরাফপুর মশিউরিয়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি ও কৃষকলীগ সভাপতি স ম সাংবাদিক তাজমিনুর রহমান টুটুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন, মাদ্রাসার সুপার মাওঃ আব্দুর রহিম। এসময় বক্তব্য রাখেন, মাদ্রাসার শিক্ষক আনন্দ মোহন, মাও. মেহেরুল্লাহ, ম্যানেজিং কমিটির সদস্য আজহারুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মাও. মোঃ আব্দুর রহিম। এসময় প্রধান অতিথি বলেন, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে চলমান শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা ইসলামের জ্ঞান অর্জন করতে পারে। যা সন্তানদের জন্য অতি প্রয়োজন। তবে এ শিক্ষার ধারাকে বাধাগ্রস্থ করতে একটি মহল শিক্ষার্থীদের মগজ ধোলাই করে জঙ্গিবাদের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গিবাদ দমনে সফল হয়েছেন। আগামীতে যেন আর কোন শিক্ষার্থী জঙ্গিবাদের বেড়াজালে আটকে না যায় সে জন্য শিক্ষকের সঠিক শিক্ষা প্রদানের আহ্বান জানান।