খেলার খবর: আবু ধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে শনিবার রাতের আল আইনকে ৪-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বার ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১৪তম মিনিটে এগিয়ে যায় সান্তিয়াগো সোলারির দল। ডান দিক থেকে লুকাস ভাসকেসের ডি-বক্সে বাড়ানো বল করিম বেনজেমা বুক দিয়ে নামিয়ে কাটব্যাক করেন মদ্রিচকে। প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোলটি করেন ক্রোয়াট মিডফিল্ডার।
বিরতির পর ৬০তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ মিডফিল্ডার মার্কোস লরেন্তে। আর ৭৯তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে জোরালো হেডে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করে ফেলেন সের্হিও রামোস।
খেলার ৮৬তম মিনিটে হেডে ব্যবধান কমান জাপানিজ ডিফেন্ডার শিওতানি। তবে রিয়ালের জয়ের পথে তা কোনো বাধা হতে পারেনি। উল্টো যোগ করা সময়ে ইয়াহিয়া নাদেরের আত্মঘাতী গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।