আন্তর্জাতিক

ভারতকে ‘ধর্মীয় শিক্ষা’ দিতে চান ইমরান খান

By daily satkhira

December 23, 2018

বিদেশের খবর: ভারতকে ধর্মীয় সহিষ্ণুতার ‘পাঠ’ পড়াতে চান পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এছাড়া সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা কিভাবে দিতে হয় সেই ‘শিক্ষাও’ তিনি ভারতকে দিতে চান। জি নিউজ, হিন্দুস্তান টাইমস। ভারতের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহকে সমর্থন জানিয়ে এসব কথা বলেন ইমরান খান। ‘একজন পুলিশের মৃত্যুর চেয়ে একটি গরুর মৃত্যু ভারতে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে’ এমন মন্তব্যের জেরে চরম অপমানিত হতে হয়েছে ভারতের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহকে। নাসিরুদ্দিন শাহের মন্তব্যকে সমর্থন জানিয়ে ইমরান বলেন, ভারত সংখ্যালঘুদের জন্য আর নিরাপদ নয়। দেশটিতে এখন আর সংখ্যালঘুদের সমান চোখে দেখা হয় না।

শনিবার পাঞ্জাব সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে লাহোরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ইমরান খান। এসময় তিনি আরো বলেন, পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘুরা যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় তার জন্য তার সরকার সচেষ্ট৷ এরপরই ভারতের কড়া সমালোচনা করেন তিনি।