ভিন্ন স্বা‌দের খবর

গ্রামবাসীর অ্যাকাউন্টে লাখ লাখ ‘ভুতুড়ে টাকা’!

By daily satkhira

December 23, 2018

অনলাইন ডেস্ক: সম্প্রতি ভারতের জয়পুরে ঘটেছে এক ভূতুড়ে কাণ্ড। সেখানকার স্থানীয় মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে অজ্ঞাত টাকা। জানা যায়,স্থানীয় লোকদের কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে ৬ হাজার, কারও ২০ হাজার। আবার অনেক ৮০ হাজার টাকা কয়েকজনে ২০ লাখ টাকা পেয়েছেন বলে দাবি করেছেন। গ্রামবাসীর অনেকের দাবি তারা টাকাও তুলেছেন। জয়পুরের স্থানীয় ঘোড়াবেড়িয়া-চিৎনানা এবং কাশমলি, এই দুই পঞ্চায়েতের মানুষের ব্যাংক অ্যাকাউন্টে অজ্ঞাত টাকা ঢুকেছে বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। গতকাল শনিবার পর্যন্ত এই টাকা ঢোকা অব্যাহত ছিল।

তবে তাদের অ্যাকাউন্টে কে টাকা দিচ্ছে তা এখন পর্যন্ত জানা যায়নি। এনিয়ে একপ্রকার শুরু হয়ে রহস্য। স্থানীয় প্রশাসন জানায়, তারা ঘটনার সত্যতা পেয়েছে। হাওড়ার অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) শঙ্করপ্রসাদ পাল বলেন, খবরটা জেনেছি। তবে কোন খাতের টাকা এর তদন্ত সোমবার থেকে শুরু হবে। ভারতে কয়েক মাস পরে শুরু হবে লোকসভা নির্বাচন। তা নিয়ে ইতমধ্যে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এমন সময়ে অদ্ভুত ভাবে টাকা দেওয়া কোন দলের কৌশল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।