খেলা

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি

By daily satkhira

December 23, 2018

খেলার খবর: আইপিএলের ইতিহাসে সম্ভবত দামি ক্রিকেটার বিরাট কোহলি। শুধু কোহলি নন, দেখে নেয়া যাক এখন পর্যন্ত আইপিএলের কয়েকজন দামি ক্রিকেটার কারা-

বিরাট কোহলি: ২০১৮ সালে বাঙ্গালোর তাকে কিনেছিল রেকর্ড ১৭ কোটি রুপি দিয়ে। এখন পর্যন্ত এটাই যে কোনো ক্রিকেটারের জন্য এই টি ২০ টুর্নামেন্টের ঘোষিত সর্বোচ্চ মূল্য।

যুবরাজ সিং: এ বছরের নিলামে প্রথমবার দল না পাওয়া যুবরাজকে ২০১৫ সালে ১৬ কোটি রুপি দিয়ে কিনেছিল দিল্লি ডেয়ারডেভিলস।

রোহিত শর্মা: তালিকায় তিন নম্বরে রয়েছেন এই হিটম্যান। টি ২০ এবং একদিনের ম্যাচে ভারতের অন্যতম ভরসা রোহিত। ২০১৮ সালে রোহিতকে মুম্বাই ইন্ডিয়ান্স কিনেছিল ১৫ কোটি রুপিতে।

এমএস ধোনি: দামের দিক থেকে ‘মিস্টার কুল’ খুব একটা পিছিয়ে নেই। ২০১৮ সালে চেন্নাই সুপার কিংস ১৫ কোটি রুপি দিয়ে কেনে ধোনিকে।

ঋষভ পন্ত: ধোনির শূন্যতা পূরণ করবেন বলে মনে করা হচ্ছে। দিল্লি ডেয়ারডেভিলস গত বছর ১৫ কোটি রুপি দিয়ে কিনেছিল বাঁ-হাতি পন্তকে।

বেন স্টোকস: আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার। ২০১৭ সালে এই অলরাউন্ডারকে সাড়ে ১৪ কোটি রুপি দিয়ে কিনেছিল পুনে।

দিনেশ কার্তিক: টি ২০ ফরম্যাটের অন্যতম সফল ক্রিকেটার। বর্তমানে নাইটদের অধিনায়ক। ২০১৪ সালে কার্তিককে সাড়ে ১২ কোটি রুপি দিয়ে কিনেছিল দিল্লি।