জাতীয়

নির্বাচনের পরিবেশ মোটেও চ্যালেঞ্জিং নয়: বিজিবি

By daily satkhira

December 23, 2018

দেশের খবর: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক সাফিনুল ইসলাম বলেছেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উদ্ভূত যেকোনও পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে। তবে নির্বাচনের পরিবেশ দেখে মনে হচ্ছে একটা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। নির্বাচনের পরিবেশ বিজিবির কাছে মোটেও চ্যালেঞ্জিং মনে হচ্ছে না।’

রবিবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম-১১ (পটিয়া) ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। বিজিবি মহাপরিচালক বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের মাঠে যে দায়িত্ব আমাদের দিয়েছে তা সঠিকভাবে পালন করতে পারবো বলে মনে করি।’ এখন পর্যন্ত নির্বাচন ঘিরে তেমন কোনও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়নি জানিয়ে তিনি আরও বলেন, ‘১৮ তারিখ থেকে আমরা কাজ শুরু করেছি। ২০ ডিসেম্বর থেকে মাঠে বিজিবি মোতায়েন করা হয়েছে। আমরা প্রস্তুত। যেকোনও বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশকে সহায়তা দেবে বিজিবি।’ তিনি জানান, জাতীয় নির্বাচন ঘিরে এবার সারা দেশে ১ হাজার ১১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এর মধ্যে চট্টগ্রাম অঞ্চলে থাকবে ১৪৫ প্লাটুন বিজিবি। আর প্রতিটি উপজেলায় ৪ থেকে ৬ প্লাটুন এবং মহানগরীর প্রতিটি ওয়ার্ডে ৩-৪ প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হবে।’

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ হিসাবে নির্বাচনের আর মাত্র ৬ দিন বাকি।