রাজনীতির খবর: একাদশ সংসদ নির্বাচনে জামায়াতের ২৫ প্রার্থীর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সোমবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, জামায়াতের ২৫ প্রার্থীর প্রার্থিতা বাতিলের সুযোগ নেই নির্বাচন কমিশনের।
নিবন্ধন বাতিল হওয়া রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর ২৫ নেতা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে গত মঙ্গলবার হাইকোর্ট বেঞ্চে একটি রিট করা হয়। রিটের শুনানি নিয়ে আদালত তিন কার্যদিবসের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।